১। সরকারী খাদ্যশসের আপদকালীন মজুদ বৄব্ধী এবং কৃষকগণকে সহায়ক মুল্য প্রদানের লক্ষ্যে খাদ্যশশ্য সংগ্রহ।
২। বিশেষ জরুরী ও অন্যান্য জরুরী গ্রাহক গণকে সরকার নির্ধারিত মূল্যে খাদ্যশস্য সরবরাহ।
৩। ভিজিডি, ভিজিএফ, টিআরজি, আর এবং কাবিখা খাতে খাদ্যশস্য সরবরাহ
৪। স্থানীয় পর্যায়ে খাদ্যশস্য এর মূল্য স্থিতিশীল রাখার লক্ষে ও, এস, এস; সুলভ মূল্যে ইউনিয়ন ও জেলা পর্যায়ে ডিলার নিয়োগের মাধ্যমে সুলভমূল্যে খাদ্যশস্য
সরবরাহ।
৫।সরকারী ৪র্থ শ্রেনীর কর্মচারীদের স্বল্প মূল্যে খাদ্যশস্য সরবরাহের লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে ডিলার নিয়োগের মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যশস্য সরবরাহ।
৬।খুচরা ও পাইকারী খাদ্যশস্য ব্যাবসায়ীদের লাইসেন্স প্রদান করা হয়।
৭।হাস্কিং মিল, অটো মিল, মেজর মিল এবং ফ্লাওয়ার মিল লাইসেন্স প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS